হাসপাতাল সমাজসেবা কার্যালয়
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ভোলা।
হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য:
রোগীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের (Rapport building) মাধ্যমে রোগের ইতিহাস জানা এবং কাউন্সেলিং (Counseling) ও প্রেষণার (Motivation) মাধ্যমে চিকিৎসা গ্রহণ ও রোগ নিরাময়ে সক্ষম করে তোলা;
দরিদ্র ও চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম রোগীকে ঔষধ, পথ্য, রক্ত, চিকিৎসা সহায়ক উপকরণ, যাতায়াত ভাড়া, লাশ পরিবহন ও মৃতের সৎকার এবং রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষার খরচ ইত্যাদি খাতে বিনামূল্যে সহায়তা দিয়ে পরিপূর্ণ সুস্থতার পথ সুগম করা;
হাসপাতালে পরিত্যক্ত ও অসহায় সুবিধাবঞ্চিত শিশু এবং নিরাশ্রয় ব্যক্তিকে যথাক্রমে শিশু আইন, ২০১৩, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ এবং বিদ্যমান অন্যান্য আইন অনুসারে সামাজিকভাবে পুনর্বাসন;
হাসপাতাল থেকে অব্যাহতিপ্রাপ্ত, সহায় সম্বলহীন কর্মক্ষম ব্যক্তিকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা;
বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং প্রতিবন্ধী রোগীকে অগ্রাধিকারভিত্তিতে সেবা দান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা দানের মাধ্যমে অধিকার নিশ্চিত করা;
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা প্রাপ্তিতে সহায়তা করা;
পরিবার-পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং সব ধরনের সংক্রামক ও জটিল রোগ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা তৈরি;
ক্ষেত্রমত, রোগীর পরিবারের সাথে যোগাযোগ এবং রোগীর গৃহ পরিদর্শনসহ পারিবারিক সমস্যা নিরসন, পারিবারিক বন্ধন দৃঢ়ীকরণ, পরিবার তথা সমাজে পুনঃএকীকরণে সহায়তা দান;
বর্তমানে হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভোলা প্রতিমাসে গড়ে ৫০-৮০ জন রোগীকে আর্থিক সেবা যেমন ওষুধ, পথ্য, রক্ত, পরীক্ষা-নিরীক্ষা খরচ, এ্যাম্বুলেন্স ভাড়া, যাতায়াত খরচ, গরীব রোগীদের পোষাক সরবরাহ, এবং ৫০-১০০ জন রোগীকে মনো সামাজিক সেবা প্রদান করে যাচ্ছে।
জনবল কাঠামো: রাজস্ব
ক্রমিক নং |
পদবী |
পদের সংখ্যা |
শূণ্য পদের নাম ও সংখ্যা |
০১ |
সমাজসেবা অফিসার |
১টি |
নাই |
০২ |
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |
১টি |
নাই |
০৩ |
অফিস সহায়ক |
১টি |
নাই |
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা-২০১১
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুসারে গঠিত রোগীকল্যাণ সমিতির গঠনতন্ত্র;
২০২২-২৩ ও ২০২৩-২০২৪ অর্থবছরের আয়- ব্যয় বিবরণী এবং উপকারভোগীর সংখ্যা:
ক্রমিক নং |
অর্থবছর |
ব্যয় |
উপকারভোগীর সংখ্যা |
০১ |
২০২২-২৩ |
৮,০৭,১৩০/- |
আর্থিক- ৫০২ জন সামাজিক- ১৬০ জন |
০২ |
২০২৩-২৪ |
১২,৩৩,৯৭৪/- |
আর্থিক- ৯৪০ জন সামাজিক- ২২৩ জন |
এ পর্যন্ত উপকারভোগীর সংখ্যা: ১,১৩,১৯২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস