আমাদের অর্জনসমূহ:
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভোলা কর্তৃক অক্টোবর, ২০২৪ পর্যন্ত ১,১৩,১৯২ জন রোগীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে হাসপাতালে ভর্তিকৃত গরীব করোনা রোগীদের জন্য বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজার, ঔষধ ও পথ্যাদি সরবরাহ করা হয়েছে। এছাড়া সচেতনতার জন্য মাইকিং , হাসপাতালে ব্যানার টানানো ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস